×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০৬-২৯, সময় - ১০:৫৭:২৬

চলচ্চিত্রে অভিনয় জীবন শুরুর পর থেকেই নিজের প্রযোজনা সংস্থার সিনেমাতেই শুধু অভিনয় করে যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। তার অভিনীত সিনেমাগুলোর প্রতি দর্শকের আগ্রহও প্রবল। দীর্ঘ বিরতি দিয়েই তিনি পর্দায় হাজির হন।

তার প্রযোজনায় ‘দিন : দ্য ডে’ নামের একটি ছবি মুক্তির প্রক্রিয়ায় আছে। ঠিক এমন একটি সময়ে নতুন একটি ছবিতে অনন্তের অভিনয়ের কথা শোনা যাচ্ছে। তবে সেই ছবির প্রযোজনা করছেন না অনন্ত। নরওয়ে, চীন ও পাকিস্তানের তিন প্রযোজক যৌথভাবে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা শুরু করেছেন। এই ছবিতে অনন্ত জলিলকে শুধু অভিনয়ে দেখা যাবে বলে জানা গেছে। এটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘দ্য লাস্ট হোপ’।

এতে অভিনয় প্রসঙ্গে অনন্ত বলেন, ‘এই সিনেমার একজন প্রযোজক আমার পূর্ব পরিচিত। তিনিই আমাকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। এখনও বিষয়টি আলোচনার পর্যায়েই আছে। যদি এতে অভিনয় করি তা হলে এটি হবে আমার প্রথম সিনেমা, যেটি অন্যের প্রযোজনায় নির্মিত হবে। ছবির গল্প ভালো লেগেছে। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে তুরস্কে গিয়ে ওদের সঙ্গে আমার চূড়ান্ত আলাপ হবে। তার পরই শুটিংসহ অন্যান্য বিষয়ে মনোযোগ দেব।’

প্রসঙ্গত এই ছবিতে তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকেও দেখা যেতে পারে। অন্যদিকে অনন্তের প্রযোজনা সংস্থা থেকে ‘নেত্রী : দ্য লিডার’ নামের একটি সিনেমার নির্মাণকাজও চলমান আছে। এটিতে অনন্তের বিপরীতে অভিনয় করছেন বর্ষা।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...