×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-২৩, সময় - ০৬:২৭:২৪মডেলিং করেছেন এর আগে সেমন্তী সৌমী। দেখা গিয়েছে তাঁকে টিকটকেও। আজকাল টিকটকের জনপ্রিয় তারকারা প্রায়ই পা রাখছেন ওয়েবনাটকের জগতে। সেই পথ ধরে সেমন্তীও নজর কাড়ছেন ইউটিউবে বিভিন্ন নাটকে অভিনয় করে। মিউজিক ভিডিওতেও দেখা যায় এই সুন্দরী মডেল ও অভিনেত্রীকে। আর সেই সঙ্গে তাঁর নানা আকর্ষণীয় লুক চোখে পড়ে সামাজিক মাধ্যমে।










ছবি: সেমন্তীর ইন্সটাগ্রাম
