×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-২১, সময় - ১২:২৮:৩৯
পরিচালক মেহেদী হাসান হৃদয় ‘বিদায়’ নামের নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এরইমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে সুনামগঞ্জে। এই ছবিতে অভিনয় করছেন বাপ্পারাজ ও দীঘি।

প্রযোজক শাহরিন আক্তার জানালেন, “আমাদের ‘বরবাদ’-পরবর্তী সিনেমায় সিয়ামকে নিয়ে শুটিংয়ের কথা ছিল।

আপাতত সে ছবিটি পরে করছি। এখন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘিসহ বেশ কিছু তারকা নিয়ে ‘বিদায়’ সিনেমার কাজ করছি। সিনেমাটি দিয়ে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় নাম লেখাচ্ছেন বাপ্পারাজ ও দীঘি।”

সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে গত শুক্রবার সিনেমার শুটিং শুরু হয়েছে।

সোমবার থেকে চলছে বাপ্পারাজের অংশের শুটিং। চেয়ারম্যানের ভূমিকায় তাঁকে দেখা যাবে। দীর্ঘদিন পর আবার সিনেমায় কাজ করছেন।

সিনেমাটি সম্পর্কে জানতে চাইলে এই অভিনেতা জানান, আপাতত সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলা নিষেধ আছে।

তবে শুটিং শেষ করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারবেন।

শুটিংয়ে আরো যুক্ত হয়েছেন ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। পরে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। জানা যায়, প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করেই সিনেমার গল্প।

সিনেমার প্রযোজক শাহরিন বলেন, ‘অনেকেই বলবে, আমাদের সিনেমার নায়ক কে। আমি বলব, আমাদের সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক গল্প। একই সঙ্গে সচেতনতামূলক গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হবে।’

সিনেমাটি আগামী ঈদ বা অন্য যেকোনো সময়ের জন্য তৈরি করা হচ্ছে বলে জানান প্রযোজক।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...