×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-০২-১৪, সময় - ০৯:২৯:৩০

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর প্রথম কর্মদিবসেই করোনাভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি টিকা নেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, টিকা নেওয়ার পর সেনাবাহিনী প্রধান কোনো প্রকার গুজবে কান না দিয়ে সবাইকে করোনাভাইরাসের টিকা নিতে বলেন।

এছাড়া দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান শুরুর দিন থেকেই সকল সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হয়।

১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২৬টি টিকাদান কেন্দ্রে ১৮ হাজার ২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারসহ অন্যান্য বেসামরিক ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...