×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২০-১১-১৯, সময় - ১৭:১১:২০

হাসপাতালে ভর্তি করা হয়েছে নাট্যব্যক্তিত্ব আলী যাকেরকে।

চলতি সপ্তাহে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান আলী যাকেরের স্ত্রী সারা যাকের।

দীর্ঘ ৪ বছর ধরে মরণব্যাধি ক্যান্সারের ভুগছেন এই বর্ষীয়ান অভিনেতা।

এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যাও রয়েছে তার।

অনেক দিন ধরেই আলী জাকেরের শরীর খারাপ যাচ্ছে বলে জানান সারা জাকের।

তিনি বলেন, আলী জাকের করোনায় আক্রান্ত নন। তবে ক্যান্সার তার অবস্থার অবনতি ঘটেছে। যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান জানিয়েছেন, ‘ক্যান্সারের কারণে আলী জাকেরের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। এখন কিছুটা উন্নতি হয়েছে। আমাদের চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে।’

পরিবারের সদস্যদের নিয়ে গত ৬ নভেম্বর বাসাতেই ঘরোয়া আয়োজনে ৭৬তম জন্মদিন পালন করেছেন আলী যাকের।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...