দ্বিতীয় বিয়ের হলুদে জমিয়ে নাচলেন অভিনেত্রী মধুমিতা সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৪, | ১২:৪৬:২৫ |
দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের বন্ধু দেবমাল্যর সঙ্গে নতুন জীবনে পা দিতে যাচ্ছেন তিনি। শুক্রবার আয়োজন হলো তার গায়ে হলুদ। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে অভিনেত্রীর গায়ে হলুদের ছবি ও নাচের ভিডিও আলোচনায়।

গায়ে হলুদের অনুষ্ঠানে মধুমিতাকে দেখা গেছে ট্র্যাডিশনাল হলুদ শাড়ির লুকেই। সেজে উঠেছিলেন ফুলের গয়নায়। অনুষ্ঠানে সাজ সাদামাটা হলেও আনন্দ-উৎসবে কোনো কমতি ছিল না।

ভিডিওতে দেখা যায়, গায়ে হলুদ শেষে চোখে রোদচশমা লাগিয়ে বন্ধুদের সঙ্গে ‘কালা চশমা’ গানের তালে নাচছেন তিনি।



সম্প্রতিই প্রেমিকের সঙ্গে বাগদানের ছবি শেয়ার করেন মধুমিতা। মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে।

এর আগে মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি, তবে পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

মধুমিতা সরকার বর্তমানে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়া ওটিটি এবং বড় পর্দাতেও তিনি বেশ পরিচিত মুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...