৫০ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে ভিয়ারিয়াল। দারুণ লড়াই করেছে তারা। তবে তাতে বার্সেলোনার প্রাচীর ভাঙা যায়নি। রাফিনিয়া ও লামিনে ইয়ামালের করা দুই অর্ধের দুই গোলে ক্লাবটিকে হারিয়ে বছরের শেষটা রাঙাল কাতালানরা। তাতে লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল হ্যান্সি ফ্লিকের দল।
লা লিগায় টানা অষ্টম জয় পেল বার্সেলোনা। ১৮ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৩৭ পয়েন্ট নিয়ে অ্যাথলেতিকো মাদ্রিদ আছে তিনে। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল চার নম্বরে আছে।
ম্যাচের শুরুতে নিজেদের খুঁজে পেতে একটু সময় লাগে বার্সেলোনার। দশম মিনিটে রাফিনিয়া বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। নিখুঁত শটে গোল আদায় করতে ভুল করেননি ব্রাজিলের এই ফরোয়ার্ড। ৫ মিনিট পর আরও এক গোল পেতে পারতেন তিনি। তবে তার বাঁ পায়ের জোরাল শট ক্রসবারে লাগে।
১৭তম মিনিটে নিজেদের জালেই বল পাঠিয়ে বসেছিলেন বার্সেলোনা ডিফেন্ডার জুল কুন্দে। তবে রেফারি অফসাইডের বাঁশি বাজালে উদযাপন থামাতে বাধ্য হয় ভিয়ারিয়াল। ৩৬ মিনিটে ভুল করেন আলেহান্দ্রো বালদেও। তবে গোলরক্ষকের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় বার্সা। ৩৯তম মিনিটে ভিয়ারিয়াল বড় ধাক্কা খায় রেনাতো ভেইগা লাল কার্ড দেখলে। ইয়ামালকে পেছন থেকে বাজেভাবে ফাউল করেন তিনি।
দ্বিতীয়ার্ধে একজন কম থাকায় চাপ বাড়ায় বার্সা। তবে গোল আর হচ্ছিল না। ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। এই মৌসুমে লা লিগায় তরুণ স্প্যানিশ তারকার সপ্তম গোল এটি। একজন কম পেয়েও আর গোল করতে পারেনি বার্সা। তাতে ২-০ ব্যবধানের জয় নিয়েই ছাড়তে হয় মাঠ। আগামী ৩ জানুয়ারি লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে কাতালানরা।
এ জাতীয় আরো খবর..