নিজেদের শিল্পখাতকে আরো শক্তিশালী করতে সৌদি আরব সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের শিল্প খাতে গতি আনতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার করতে লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত আকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক পরিষদ (সিইডিএ)-এর সুপারিশে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট। আনুমানিক ৭–৮ বছর পর সৌদি আরবে এই আকামা (প্রবাসী কর্মী লেভি) ফি মওকুফ করা হয়।
দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বন্দর আলখোরাইফ বলেছেন, শিল্প কর্মীদের জন্য প্রবাসী ফি বাতিলের মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যের টেকসই শিল্প উন্নয়নকে বাড়িয়ে তুলবে। আলখোরাইফ বলেন, ‘এই সিদ্ধান্তটি ক্রাউন প্রিন্সের কাছ থেকে শিল্প খাত যে ক্রমাগত সমর্থন এবং ক্ষমতা পাচ্ছে, তারই একটি অংশ। শিল্পকে সৌদি আরবের ভিশন ২০৩০ অনুসারে, জাতীয় অর্থনীতির বৈচিত্র্যকরণের জন্য একটি মৌলিক স্তম্ভ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, এই পদক্ষেপ সৌদি শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে এবং তেলনির্ভরতা কমিয়ে অন্য জিনিসের রপ্তানির বিস্তার ঘটাতে সহায়ক হবে।
এটি কারখানার খরচ কমাবে, যাতে তারা আরো বড় হতে, সম্প্রসারণ করতে এবং উৎপাদন বাড়াতে পারে। একই সঙ্গে এটি শিল্প প্রতিষ্ঠানে আধুনিক ব্যবসায়িক মডেল যেমন স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত উৎপাদন প্রযুক্তি গ্রহণের গতি বাড়াবে।
ফলে শিল্প খাতের দক্ষতা বৃদ্ধি পাবে এবং বিশ্ববাজারে তার প্রতিযোগিতা ক্ষমতা বাড়বে। আলখোরাইফ তার মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি জানিয়েছেন, ভবিষ্যতে শিল্প খাতের উন্নয়নকে সমর্থন দেওয়া অব্যাহত থাকবে।
সূত্র : সৌদি গ্যাজেট
এ জাতীয় আরো খবর..