×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-১৮, সময় - ০৮:০২:৫৩গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচের সূচি ও টিকিটমূল্য ইতোমধ্যে প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপের প্রথম দিন, ৭ ফেব্রুয়ারি ক্যারিবীয় জায়ান্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।
গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে। সেখানে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের টিকিট
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি) এবং বাংলাদেশ–ইংল্যান্ড (১৪ ফেব্রুয়ারি) ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ৩০০ রুপি (প্রায় ৪০৫ টাকা)। এই দামে ইডেন গার্ডেনের সি-১, ডি-১, এফ-১, জি-১, এইচ-১ ও কে-১ ব্লকে বসে খেলা দেখা যাবে।
ডি, জি, এইচ ও জে ব্লকের টিকিটের দাম ৫০০ রুপি (৬৭৫ টাকা)।
ইতালির বিপক্ষে সাশ্রয়ী টিকিট
৯ ফেব্রুয়ারি বাংলাদেশ–ইতালি ম্যাচে দর্শকদের জন্য তুলনামূলক সাশ্রয়ী টিকিট রাখা হয়েছে। আপার ব্লকে বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ ব্লকের টিকিটের দাম মাত্র ১০০ রুপি (১৩৫ টাকা)।
লোয়ার ব্লক সি, ডি, ই, এফ, জি, এইচ, জে ও কে–এর টিকিটের দাম ২০০ রুপি (২৭০ টাকা)। বি ও এল ব্লকের টিকিট কিনতে লাগবে ১,০০০ রুপি (১,৩৫১ টাকা)। এই ম্যাচে প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম রাখা হয়েছে ৪,০০০ রুপি (প্রায় ৫,৪০৮ টাকা)।
নেপালের বিপক্ষে ওয়ানখেড়ে
১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ টিকিট তালিকা এখনো প্রকাশ হয়নি। তবে জানা গেছে, ওই ম্যাচে সর্বনিম্ন ২৫০ রুপিতে খেলা দেখার সুযোগ থাকবে।
নকআউটে টিকিটের দাম বেশি
ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচগুলোর টিকিটের দাম তুলনামূলক বেশি রাখা হয়েছে। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ১০ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল–এর টিকিট ৩,০০০ রুপি। এফ ও কে ব্লকের জন্য ২,৫০০ রুপি এবং ডি, ই, জি, এইচ ও জে ব্লকের জন্য ১,৫০০ রুপি। আপার ব্লকের টিকিট মিলবে ৯০০ রুপিতে।
