×

সর্বশেষ :
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ শাড়ি পরতে পছন্দ করেন? পরার যে ছোট্ট ভুলে মরণব্যাধী রোগের ঝুঁকি, রইল পরামর্শ এক সেফটিপিনের দাম ৯৩ হাজার টাকা আর ৪৭ লাখে মিলছে অটো ব্যাগ জিংক কি সর্দি–কাশি থেকে মুক্তি দেয়, চিকিৎসকের পরামর্শ চিয়া সিড নাকি ফ্ল্যাক্স সিড কোনটি বেশি উপকারী মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-১৮, সময় - ০৮:০২:৫৩
২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে লিটন দাসের দলের সঙ্গী সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। অন্য দুই প্রতিপক্ষ তুলনামূলক কম শক্তিশালী নেপাল ও ইতালি।
 

গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচের সূচি ও টিকিটমূল্য ইতোমধ্যে প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপের প্রথম দিন, ৭ ফেব্রুয়ারি ক্যারিবীয় জায়ান্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।

গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে। সেখানে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গ্রুপপর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে। 

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের টিকিট

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি) এবং বাংলাদেশ–ইংল্যান্ড (১৪ ফেব্রুয়ারি) ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ৩০০ রুপি (প্রায় ৪০৫ টাকা)। এই দামে ইডেন গার্ডেনের সি-১, ডি-১, এফ-১, জি-১, এইচ-১ ও কে-১ ব্লকে বসে খেলা দেখা যাবে।

ডি, জি, এইচ ও জে ব্লকের টিকিটের দাম ৫০০ রুপি (৬৭৫ টাকা)।

সি, এফ ও কে ব্লকের জন্য গুনতে হবে ১,০০০ রুপি (১,৩৫১ টাকা)। আর বি ও এল ব্লকের টিকিটের দাম ১,৫০০ রুপি (২,০২৭ টাকা)। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ৫,০০০ রুপি (প্রায় ৬,৭৫৭ টাকা)। 

ইতালির বিপক্ষে সাশ্রয়ী টিকিট

৯ ফেব্রুয়ারি বাংলাদেশ–ইতালি ম্যাচে দর্শকদের জন্য তুলনামূলক সাশ্রয়ী টিকিট রাখা হয়েছে। আপার ব্লকে বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ ব্লকের টিকিটের দাম মাত্র ১০০ রুপি (১৩৫ টাকা)।

লোয়ার ব্লক সি, ডি, ই, এফ, জি, এইচ, জে ও কে–এর টিকিটের দাম ২০০ রুপি (২৭০ টাকা)। বি ও এল ব্লকের টিকিট কিনতে লাগবে ১,০০০ রুপি (১,৩৫১ টাকা)। এই ম্যাচে প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম রাখা হয়েছে ৪,০০০ রুপি (প্রায় ৫,৪০৮ টাকা)।

নেপালের বিপক্ষে ওয়ানখেড়ে

১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ টিকিট তালিকা এখনো প্রকাশ হয়নি। তবে জানা গেছে, ওই ম্যাচে সর্বনিম্ন ২৫০ রুপিতে খেলা দেখার সুযোগ থাকবে।

নকআউটে টিকিটের দাম বেশি

ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচগুলোর টিকিটের দাম তুলনামূলক বেশি রাখা হয়েছে। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ১০ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এল–এর টিকিট ৩,০০০ রুপি। এফ ও কে ব্লকের জন্য ২,৫০০ রুপি এবং ডি, ই, জি, এইচ ও জে ব্লকের জন্য ১,৫০০ রুপি। আপার ব্লকের টিকিট মিলবে ৯০০ রুপিতে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...