×

সর্বশেষ :
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ শাড়ি পরতে পছন্দ করেন? পরার যে ছোট্ট ভুলে মরণব্যাধী রোগের ঝুঁকি, রইল পরামর্শ এক সেফটিপিনের দাম ৯৩ হাজার টাকা আর ৪৭ লাখে মিলছে অটো ব্যাগ জিংক কি সর্দি–কাশি থেকে মুক্তি দেয়, চিকিৎসকের পরামর্শ চিয়া সিড নাকি ফ্ল্যাক্স সিড কোনটি বেশি উপকারী মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-১৮, সময় - ০৭:৩৪:০৫

একটা ব্যাগ, জিনস বা জুতা কিনতে আপনি কত দূর যেতে পারেন? দাম, আরাম, নকশা সবকিছুর একটা যুক্তি থাকে। কিন্তু ২০২৫ সাল যেন ফ্যাশন দুনিয়ায় সেই সব যুক্তিকে বিদায় দিয়েছে। এ বছর একের পর এক এমন সব বিলাসবহুল পণ্যের লঞ্চ দেখা গেছে, যেগুলোর দাম যেমন চোখ কপালে তোলার মতো, তেমনি ডিজাইন দেখে অনেকেই হেসে গড়াগড়ি খেয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

 

ছোট্ট জিনিসে হাজার ডলারের দাম, অদ্ভুত ভাবনাকে ‘হাই ফ্যাশন’ তকমা সব মিলিয়ে ২০২৫ সালের কিছু ফ্যাশন লঞ্চ সৃজনশীলতা আর হাস্যকরতার মাঝের সীমারেখা পুরোপুরি মুছে দিয়েছে। দেখে নেয়া যাক, এ বছরের সবচেয়ে আলোচিত ও বিচিত্র ফ্যাশন আইটেমগুলো।

 

এক পা-ওয়ালা জিনস যার দাম প্রায় ৪৪০ ডলার

জিনস কেনার সময় কেউ কি কখনো দেখে দুটো পা আছে তো? ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড কোপার্নি কিন্তু ঠিক সেটাই পরীক্ষা করার সুযোগ দিল। ২০২৫ সালের মার্চে তারা লঞ্চ করে এক পা-ওয়ালা জিনস, যার দাম ৪৪০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৫৪ হাজার টাকার মত।

ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড কোপার্নি চলতি বছর এক পা-ওয়ালা জিনস নিয়ে আসে। ছবি: সংগৃহীত

ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড কোপার্নি চলতি বছর এক পা-ওয়ালা জিনস নিয়ে আসে। ছবি: সংগৃহীত

 

লুই ভুতোঁর ৩৯,০০০ হাজার ডলারের অটো ব্যাগ

 

লুই ভুতোঁর সামার ২৬ মেনসওয়্যার শো-তে দেখা যায় একটি তিন চাকার অটো রিকশা আকৃতির ব্যাগ। ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি এই ব্যাগ দেখতে যতটা কিউট, দাম ততটাই অবিশ্বাস্য ৩৯,০০০ ডলার যার মূল্য ৪৭ লাখ ৭৮ হাজার টাকা।

 

ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি এই ব্যাগ দেখতে যতটা কিউট, দাম ততটাই অবিশ্বাস্য ৩৯,০০০ ডলার যার মূল্য ৪৭ লাখ ৭৮ হাজার টাকা। ছবি: সংগৃহীত

ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি এই ব্যাগ দেখতে যতটা কিউট, দাম ততটাই অবিশ্বাস্য ৩৯,০০০ ডলার যার মূল্য ৪৭ লাখ ৭৮ হাজার টাকা। ছবি: সংগৃহীত

লাখ টাকায় প্রাডার সেফটি পিন

২০২৫ সালের নভেম্বরে প্রাডা বিক্রি শুরু করে ক্রোশে করা সেফটি পিন ব্রোচ, দাম ৭৭৫ ডলার, যেটা বাংলাদেশি মুদ্রায় ৯৫ হাজার টাকার মতো। এই সেফটি পিন নিয়ে ব্যপক বিতর্ক শুরু হয়, পরে আইটেমটি অনলাইন থেকে সরিয়ে নেয়া হলেও ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল। একজন লিখেছেন, ধনীরা যদি বুঝতেই না পারে টাকা কী করবে, আমরা বাকিরা কিন্তু আইডিয়া দিতে পারি। অনেকে আবার মজা করে বলেন ভারতীয় দিদিমার বানানো ১০ টাকার সেফটি পিনই এর চেয়ে সুন্দর।

২০২৫ সালের নভেম্বরে প্রাডা বিক্রি শুরু করে ক্রোশে করা সেফটি পিন ব্রোচ, দাম ৭৭৫ ডলার, যেটা বাংলাদেশি মুদ্রায় ৯৫ হাজার টাকার মতো। ছবি: সংগৃহীত

২০২৫ সালের নভেম্বরে প্রাডা বিক্রি শুরু করে ক্রোশে করা সেফটি পিন ব্রোচ, দাম ৭৭৫ ডলার, যেটা বাংলাদেশি মুদ্রায় ৯৫ হাজার টাকার মতো। ছবি: সংগৃহীত

প্রাডার কোলাপুরি চপ্পল ১৫০০ ডলারে 

২০২৪ সালে মিলান ফ্যাশন শো-তে প্রাডার মডেলদের পায়ে দেখা যায় কোলাপুরি চপ্পল, দাম ১,৫০০ ডলার যেটা প্রায় দুই লাখ টাকার মতো । প্রথমে ভারতীয় ঐতিহ্যের কোনো উল্লেখ না থাকায় বিতর্ক শুরু হয়। পরে প্রাডা জানায়, তারা ভারতের বানানো কোলাপুরি চপ্পক নিয়ে আসবে দাম কিছুটা কমিয়ে ৯৩০ ডলার।

২০২৪ সালে মিলান ফ্যাশন শো-তে প্রাডার মডেলদের পায়ে দেখা যায় কোলাপুরি চপ্পল, দাম ১,৫০০ ডলার যেটা প্রায় দুই লাখ টাকার মতো । ছবি: সংগৃহীত

২০২৪ সালে মিলান ফ্যাশন শো-তে প্রাডার মডেলদের পায়ে দেখা যায় কোলাপুরি চপ্পল, দাম ১,৫০০ ডলার যেটা প্রায় দুই লাখ টাকার মতো । ছবি: সংগৃহীত

৩,৯৫০ ডলারে টমেটো ব্যাগ

২০২৫ সালের জুনে লোয়ে লঞ্চ করে টমেটো আকৃতির একটি ক্লাচ ব্যাগ, দাম ৩,৯৫০ ডলার যেটা ৪ লাখ ৮৫ হাজার টাকার বেশি। ধাতব ফ্রেমে তৈরি এই ব্যাগ নিয়ে ইন্টারনেটে কম আলোচনা হয়নি।

৩,৯৫০ ডলারে টমেটো ব্যাগ নিয়েও কম সমালোচনা হয়নি। ছবি: সংগৃহীত

৩,৯৫০ ডলারে টমেটো ব্যাগ নিয়েও কম সমালোচনা হয়নি। ছবি: সংগৃহীত

একসময় ফ্যাশনের পেছনে থাকত গল্প, শিল্প আর কারিগরি দক্ষতার ছাপ। কিন্তু ২০২৫ সালে মনে হচ্ছে, অদ্ভুত হলেই ট্রেন্ড আর দাম যত বেশি, ততই ‘লাক্সারি’।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...