×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-১৮, সময় - ০৪:৫৪:২১২০২৬ আইপিএলের মিনি নিলামে আলাদা নজর কেড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তিনবারের চ্যাম্পিয়ন দলটি এবারের নিলামে রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপিতে ক্যামেরুন গ্রিনকে দলে ভিড়িয়েছে। যা অজি অলরাউন্ডারকে বানিয়ে দিয়েছে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়।
তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিলামের আগেই জানিয়ে দিয়েছিল, কোনো বিদেশি ক্রিকেটারের দর যতই উঠুক না কেন, ১৮ কোটি রুপির বেশি পাবেন না। তাই নিলাম থেকে প্রাপ্ত গ্রিনের বাড়তি ৭ কোটি ২০ লাখ রুপি ক্রিকেটারদের কল্যাণমূলক কাজের পেছনে খরচ করবে বিসিসিআই।
এদিকে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা ও বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকেও বড় অঙ্কে দলে ভিড়িয়েছে ওপার বাংলার দলটি। এছাড়াও নিলামের বাইরে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনকে বিশাল অঙ্কের অর্থে ধরে রেখেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।
চলুন এক নজরে দেখে নিই ২০২৬ আসরে কলকাতা স্কোয়াডের ২৫ খেলোয়াড়ের পারিশ্রমিকের
ক্রমিক নং খেলোয়াড়ের নাম পারিশ্রমিক (ভারতীয় রুপি)
১ ক্যামেরন গ্রিন ২৫ কোটি ২০ লাখ
২ মাথিশা পাথিরানা ১৮ কোটি
৩ রিঙ্কু সিং ১৩ কোটি
৪ সুনীল নারিন ১২ কোটি
৫ বরুণ চক্রবর্তী ১২ কোটি
৬ মোস্তাফিজুর রহমান ৯ কোটি ২০ লাখ
৭ হার্শিত রানা ৪ কোটি
৮ রামানদীপ সিং ৪ কোটি
৯ তেজস্বী দাহিয়া ৩ কোটি
১০ অঙ্কৃশ রঘুবংশী ৩ কোটি
১১ রাচিন রবীন্দ্র ২ কোটি
১২ ফিন অ্যালেন ২ কোটি
১৩ বৈভব অরোরা ১ কোটি ৮০ লাখ
১৪ রভম্যান পাওয়েল ১ কোটি ৫০ লাখ
১৫ টিম সেইফার্ট ১ কোটি ৫০ লাখ
১৬ আজিঙ্কা রাহানে ১ কোটি ৫০ লাখ
১৭ আকাশ দীপ ১ কোটি
১৮ রাহুল ত্রিপাঠি ৭৫ লাখ
১৯ মনিশ পান্ডে ৭৫ লাখ
২০ উমরান মালিক ৭৫ লাখ
২১ অনুকুল রায় ৪০ লাখ
২২ সার্থক রঞ্জন ৩০ লাখ
২৩ দাক্শ কামরা ৩০ লাখ
২৪ প্রশান্ত সোলানকি ৩০ লাখ
২৫ কার্তিক ত্যাগী ৩০ লাখ
উল্লেখ্য, আইপিএলের ১৯তম আসর শুরু হবে ২০২৬ সালের ২৬ মার্চ। ১০ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ৩১ মে।
