×

সর্বশেষ :
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ শাড়ি পরতে পছন্দ করেন? পরার যে ছোট্ট ভুলে মরণব্যাধী রোগের ঝুঁকি, রইল পরামর্শ এক সেফটিপিনের দাম ৯৩ হাজার টাকা আর ৪৭ লাখে মিলছে অটো ব্যাগ জিংক কি সর্দি–কাশি থেকে মুক্তি দেয়, চিকিৎসকের পরামর্শ চিয়া সিড নাকি ফ্ল্যাক্স সিড কোনটি বেশি উপকারী মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-১৮, সময় - ০৪:৫১:৫২

ফিফার বর্ষসেরা ফুটবলারের মুকুট মাথায় তোলার ২৪ ঘণ্টা না পেরোতেই মাঠে নেমেছিলেন উসমান দেম্বেলে। তবে টাইব্রেকারে তার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) শিবিরে। কিন্তু সেই শঙ্কাকে উৎসবে রূপ দিলেন রুশ গোলরক্ষক মাতভেই সাফানভ। টাইব্রেকারে অবিশ্বাস্যভাবে চারটি শট রুখে দিয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর স্বপ্ন চূর্ণ করলেন তিনি। আর তাতেই প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা ঘরে তুলল লুইস এনরিকের দল।

 

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত মেগা ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা।

 

পেনাল্টি শুটআউটে প্রথম শটে দুই দলই জালের দেখা পায়। এরপরই শুরু হয় পিএসজি গোলরক্ষক সাফানভ শো। স্প্যানিশ তারকা সাউল নিগেসের শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি। এরপর পিএসজির হয়ে বর্ষসেরা দেম্বেলে বল উঁচিয়ে মারলে চাপে পড়ে দল। কিন্তু সাফানভ ছিলেন অদম্য। ফ্ল্যামেঙ্গোর পেদ্রোর শট ফেরানোর পর নুনো মেন্দেস পিএসজিকে এগিয়ে নেন।

 

লড়াই যখন তুঙ্গে, তখন লিও পেরেইরা ও লুইস আরাউহোর টানা দুটি শট ঠেকিয়ে দিয়ে পিএসজির শিরোপা নিশ্চিত করেন সাফানভ। তার গ্লাভসের জাদুতে দেম্বেলের ব্যক্তিগত হতাশা ঢাকা পড়ে যায় দলের শিরোপা জয়ের উল্লাসে।

 

ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে পিএসজি আধিপত্য দেখালেও কদিন আগে কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান সিরি আ জেতা ফ্ল্যামেঙ্গো লড়াই করেছে দাঁতে দাঁত চেপে। প্রথমার্ধের শেষ দিকে দিজিরে দুয়ের শট গোলরক্ষক ফেরালেও ফিরতি বলে জালে পাঠাতে ভুল করেননি জর্জিয়ান ফরোয়ার্ড খাভিচা কাভারাৎসখেলিয়া। তবে বিরতির পর ৫৯ মিনিটে ডি-বক্সে দে আরাসকায়েতাকে ফাউল করেন মার্কিনিয়োস। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সফল স্পট কিকে সমতা ফেরান ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো। এরপর অতিরিক্ত সময়েও কোনো পক্ষ গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

 

অসুস্থতা কাটিয়ে এদিন বদলি হিসেবে ৭৮ মিনিটে মাঠে নামেন ফিফার 'দ্য বেস্ট' অ্যাওয়ার্ড জয়ী উসমান দেম্বেলে। মাঠে নেমে কিছু সুযোগ পেলেও সেভাবে উজ্জ্বল হতে পারেননি তিনি। তবে তার দল বছরটি শেষ করল রাজকীয়ভাবে।

২০২৫ সালটি পিএসজির জন্য স্বপ্নের মতো কাটল। বছরের শুরুতে ফরাসি সুপার কাপ দিয়ে শুরু, এরপর ফরাসি কাপ, লিগ আঁ এবং প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে ট্রেবল জয়ের স্বাদ পায় তারা। আর বছরের একদম শেষ প্রান্তে এসে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে 'বিশ্বসেরা ক্লাব' হিসেবেই বছরটি শেষ করল ফরাসি ক্লাবটি।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...