এস্তাদিও এল প্রাডোতে অনুষ্ঠিত ম্যাচে সাম্প্রতিক বাজে ফর্মের কারণে কোচ জাবি আলোনসোর ওপর চাপ থাকায় বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে একাদশে রাখে মাদ্রিদ। তবে শক্তির বিচারে এগিয়ে থাকলেও ম্যাচটি সহজ ছিল না।
×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১২-১৮, সময় - ০৪:৪৪:৪১এস্তাদিও এল প্রাডোতে অনুষ্ঠিত ম্যাচে সাম্প্রতিক বাজে ফর্মের কারণে কোচ জাবি আলোনসোর ওপর চাপ থাকায় বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে একাদশে রাখে মাদ্রিদ। তবে শক্তির বিচারে এগিয়ে থাকলেও ম্যাচটি সহজ ছিল না।
দ্বিতীয়ার্ধে তালাভেরা আক্রমণ জোরদার করলে ম্যাচে ফিরে আসে উত্তেজনা।
শেষ সেকেন্ডে সমতাসূচক গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা, কিন্তু লুনিনের দুর্দান্ত সেভে রক্ষা পায় ২০ বারের কোপা দেল রে জয়ীরা।
