×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৭-৩০, সময় - ০৯:৪২:৩০টলিউডের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন এবং অফস্ক্রিন জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। বাস্তবের প্রেম ভেঙে যাওয়ার পর দীর্ঘ ৯ বছর তারা একসঙ্গে কাজ করেননি। তবে ভক্তদের জন্য সুখবর—এতদিনের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি, সিনেমা ‘ধূমকেতু’ নিয়ে, যা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ আগস্ট।
দীর্ঘ এই ব্যবধানের পর তাদের একসঙ্গে ফিরে আসা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। পুরনো সম্পর্কের আবেগ, অপূর্ণ কথাবার্তা, এবং ভক্তদের স্মৃতিময় ভালোবাসা ঘিরে বারবার সামনে আসছে দেব-শুভশ্রীর প্রসঙ্গ।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম ‘ট্রাইব টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘আমি ওই রকম জায়গায় যেতামই না, যেখানে জানতাম শুভশ্রী থাকবে, বা শুভশ্রীর সঙ্গে দেখা হবে। যদি এটা আমার শুভশ্রীর সঙ্গে শেষ সিনেমা হয়, তবে আমি চাই আমাদেরকে দর্শকরা যেভাবে দেখে এসেছেন বা ভালোবাসা দিয়ে এসেছেন, তার থেকে বেশি যেন ভালোবাসা দেন। এটা সত্যি যে, এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব, অনস্ক্রিন জুটি হিসেবে।’
দেব আরও বলেন, ‘একটা প্রজন্ম আমাদের জুটিকে নিয়ে বড় হয়েছে। আজ তাদের অনেকেই হয়তো বিদেশে চাকরি করছে। আমি যখন লন্ডনে শুট করছিলাম, সেখানেও অনেক বাঙালি বলছিল, ‘ধূমকেতু লন্ডনে দেখতে চাই।’ আমি জিজ্ঞেস করলাম, কে কোথায় থাকেন। কেউ বললেন ঢাকা, কেউ মেদিনীপুর। তারা জানালেন, আমরা দেব-শুভশ্রীর ভক্ত হিসেবে সিনেমা দেখতাম।’
