এক সময় টানা ড্রয়ের পর এখন একের পর এক ম্যাচ হেরেই চলেছে ইতালিয়ান
জায়ান্ট জুভেন্টাস। গেল সপ্তাহে কোমোর কাছে হারের পর রোববার (২৬ অক্টোবর)
লাৎসিওর কাছেও হেরেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩ ম্যাচে হারল ইঘোর
তুদোর দল।
লাৎসিওর মাঠ স্টাডিও অলিম্পিকোতে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের নবম মিনিটে একমাত্র গোলটি করেছেন টোমা ব্যাসিক।
এদিকে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে
হারে জুভেন্টাস। ঐ সপ্তাহে লিগে কোমোর কাছে ২-০ গোলে হারে তারা। এর আগে
টানা ৫ ম্যাচে ড্র করে তুরিনের বুড়িরা।
এ জাতীয় আরো খবর..