২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে চমক হয়েই যেন এলো
সান্ডারল্যান্ড। চ্যাম্পিয়শিপ থেকে প্রিমিয়ার লিগে উঠে আসা ক্লাবটি আজ
হারাল চেলসিকে। ইংলিশ লিগটিতে ১৯৯৯-২০০০ মৌসুমের পর সেরা শুরু পেল
সান্ডারল্যান্ড।
প্রিমিয়ার লিগে আজ শেষ মুহূর্তের গোলে চেলসিকে ২-১ গোলে হারাল
সান্ডারল্যান্ড। প্রথমে আর্জেন্টাইন উইঙ্গার আলেক্সান্দ্রো গার্নাচোর গোলে
এগিয়ে যায় ব্লুজরা। এরপর উইলসন ইসিডোর গোলের পর নির্ধারিত সময়ের পর যোগ করা
সময়ে বদলি নামা চেমসডাইন তালবির গোলে উল্লাসে মেতে ওঠে সান্ডারল্যান্ড।
এই জয়ে আপাতত পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে সান্ডারল্যান্ড। রেজিস
লে ব্রিসের ক্লাবটির সংগ্রহ নয় ম্যাচে ৫ জয়, ২ ড্র ও ২ হারে ১৭ পয়েন্ট।
বিপরীতে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসার সুযোগ হারাল অ্যাঞ্জো মারেস্কার দল।
সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সাতে নেমে গেল লন্ডনের ক্লাবটি।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দারুণ শুরুই পেয়েছিল চেলসি। চার মিনিটেই
দলকে এগিয়ে দেন ক্লাবের হয়ে প্রথম গোল পাওয়া গার্নাচো। পেদ্রো নেতোর পাস
থেকে বাঁ পায়ের দারুণ শটে জাল কাঁপান আর্জেন্টিনার ২১ বছর বয়সী উইঙ্গার।
২২ মিনিটে সমতায় ফিরে সান্ডারল্যান্ড। সফরকারীদের ডিফেন্ডার নর্দি
মুকিয়েলি লম্বা থ্রোয়ে চেলসির বক্সে বল পাঠান, এবং বেলার্ড প্রথম স্পর্শটি
নেয়। বল পেয়ে যান বার্টেন্ড ত্রাওরে, পোস্টের বাম কোণের নিচে শট নেন
তিনি। তবে দিক পরিবর্তনে করলে বল পেয়ে যান ইসিডর, সহজ এক ট্যাপ-ইনে বল জালে
পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় মনে হচ্ছিল, জয়সূচক গোলের দেখা পাবে না
কোনো দলই। তবে যোগ করা সময়ে স্বাগতিক দশর্কদের হৃদয় ভাঙেন তালবি। শেষ
মুহূর্তে, খেলার গতির বিপরীতে নিখুঁতভাবে শটে বল জালের নিচের ডান কোণে
পাঠান মরক্কোর এই উইঙ্গার। আর তাতেই পিন পতন নিরবতা নেমে আসে ঘরের মাঠে
চেলসি সমর্থকদের। আর ব্যবধান গড়ে দেওয়া গোল পেয়ে আনন্দে ভাসে
সান্ডারল্যান্ড।