×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৬, সময় - ০৭:৩০:৪৩রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি। এই মুহূর্তে দলটির সব মনোযোগ জাতীয় নির্বাচনের ওপর। দলটির নেতার মনে করছেন, অতি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া প্রয়োজন। এজন্য অন্তর্বর্তী সরকারকে চাপেও রাখতে চায় তারা। দলটি জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিয়েই পরবর্তী সাংগঠনিক কর্মসূচি তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের পরপরই নির্বাচনকেন্দ্রিক এ কর্মসূচি ও তৎপরতা শুরু হবে।
বিএনপি নেতারা বলছেন, বিএনপি নির্বাচনমুখী দল, সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। দীর্ঘ ১৬ বছর যাবৎ নির্বাচনের জন্য নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করছে। স্বৈরাচারের বিদায় হয়েছে এখন যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে ততোই মঙ্গল।
অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত, কিন্তু নির্বাচনে জন্য এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি, তবে এটা কোনো সমস্যা নয় বলে মনে করেন দলের নেতারা।
