×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৬, সময় - ০৭:২৭:৫০ঢাকার সড়কে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে ব্যাটারিচালিত রিকশা। অলিগলি-ছাপয়ে মহাসড়কও দখলে নেওয়া বাহন এখন নগরবাসীর গলার গাঁটা হয়ে দেখা দিয়েছে। অবশ্য, সড়কে অবৈধ হলেও নিম্নবিত্ত মানুষের জীবিকার সহজ পথ তৈরি করা এই বাহনের লাগাম টানাই এখন অসম্ভব হয়ে পড়েছে। যদিও সরকার এ বিষয়ে নীতিমালা তৈরির কাজ শুরু করেছে।
একজন ব্যাটারিচালিত রিকশাচালক বলেন, ‘সুপারভাইজারি চাকরি করে ১৮ হাজার টাকা বেতন পেতাম। এখন দিনে ৮০০থেকে ৯০০ টাকা ইনকাম করি। সংসার চলতেছে। ঋণ করতে হচ্ছে না।’
অন্য একজন রিকশাচালক বলেন, ‘বাংলাদেশের কোনো কলকারখানায় কাজকাম নেই। এখন মানুষ কী করবে? আইএ বিএ পাশ করে রিকশা চালাচ্ছে। একটা অটো রিকশা নিয়ে ভাড়া চালাচ্ছে।’
শুধু কি চালকেরই লাভ? এই ব্যবসায় সমাজের প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত।
