×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-২৫, সময় - ০৬:১৩:১০

উৎসব হোক কিংবা বিশেষ দিন মিষ্টিজাতীয় খাবার না হলে যেন চলেই না। রসগোল্লা, কালোজাম বা লাড্ডু তো অনেক হলো, এবার ঘরে বানিয়ে নিন সন্দেশ। কীভাবে দুধ সন্দেশ বানাবেন জেনে নিন রেসিপি-

উপকরণ: 

 

টাটকা গরুর দুধ/প্যাকেট দুধ– ১ লিটার
লেবুর রস/ভিনেগার– ২-৩ টেবিল চামচ (ছানা বানানোর জন্য)
চিনি/খেজুর গুড়– আধা কাপ (স্বাদ অনুযায়ী)


swandesh2
এলাচ গুঁড়ো– ১ চিমটি
গোলাপ জল/কেশর– সামান্য (সুগন্ধের জন্য)
পেস্তাবাদাম/কিশমিশ– সাজানোর জন্য


প্রণালি: 


প্রথমে ভালো করে দুধ ফোটাতে হবে। এরপর দুধে লেবুর রস বা ভিনেগার মিশিয়ে ছানা আলাদা করে নিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন টকভাব কাটাতে।




swandesh3


পাতলা কাপড়ে বেঁধে ছানার অতিরিক্ত পানি চেপে ঝরিয়ে নিন। ছানা ভালো করে মেখে নরম, মসৃণ করে নিন যেন দানা না থাকে। এবার মাখানো ছানা কড়াইতে দিয়ে চিনি বা গুড় মেশান। কম আঁচে নাড়তে থাকুন।


মিশ্রণ ঘন হয়ে কড়াই ছাড়তে শুরু করলে বুঝবেন সন্দেশ তৈরি হওয়ার পথে। এতে সামান্য এলাচ গুঁড়ো বা গোলাপ জল মিশিয়ে দিন। চাইলে কেশরও ব্যবহার করতে পারেন।

এবার গরম মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে ছাঁচে বা হাতে গোল/

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...