×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৬-০৫, সময় - ১২:৫৮:১৬বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঈদুল আজহার দিন রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’য় ঈদ উদযাপন করবেন। শুক্রবার (৬ জুন) দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ডা. জাহিদ জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খালেদা জিয়া ফিরোজাতেই অবস্থান করবেন এবং সেখানেই তার পরিবারের পক্ষ থেকে কুরবানি সম্পন্ন হবে। খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও ফিরোজাতেই কুরবানি দেয়া হবে।
তিনি আরও জানান, ফিরোজার পাশাপাশি বগুড়ার গাবতলীসহ দেশের বিভিন্ন জেলায় দলীয় নেতাকর্মীরাও খালেদা জিয়ার ও তার পরিবারের সদস্যদের নামে কুরবানি দেবেন।
ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত খালেদা জিয়া তার নিকট আত্মীয়-স্বজনের সঙ্গে ফিরোজায় একান্ত সময় কাটাবেন। এ সময় তার ছোট ভাই শামীম এস্কান্দার, মেঝ বোন সেলিনা রহমানসহ পরিবারের সদস্যরা ফিরোজায় আসবেন এবং একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করবেন।
ঈদের রাতে খালেদা জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
অধ্যাপক জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং সেখানেই আজ (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করেছেন। তিনি লন্ডনে ঈদগাহে দলের নেতা-কর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের সকালে তারেক রহমান টেলিফোনে মাকে ঈদ মোবারক জানান। এ সময় খালেদা জিয়া পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনিদের সঙ্গেও কথা বলেন।
এছাড়া লন্ডনে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। বৃহস্পতিবার রাতে লন্ডনে পৌঁছান জুবাইদা রহমান, এর আগে কোকোর স্ত্রীও সেখানে গিয়েছিলেন।
গত ৬ মে খালেদা জিয়া দুই পুত্রবধূকে নিয়ে চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরেন।
