×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৯, সময় - ০৭:৩৩:০৮ভারতে কম্প্যাক্ট বৈদ্যুতিক গাড়ির (এসইউভি) চাহিদা বাড়ছে। বিক্রিত গাড়ির ৪৮ শতাংশই এই মডেলের। শহরগুলোতে সহজে চালানো যায়, ব্যবহার করা সহজ এবং দাম কম হওয়ার কারণে এই গাড়িগুলোর জনপ্রিয়তা বাড়ছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম যাত্রীবাহী গাড়ি প্রস্তুতকারক কোম্পানি হুন্দাই এই বিভাগে ভালো কিছু মডেল এনেছে। এখন কোম্পানি চারটি নতুন ছোট এসইউভি আনতে চলেছে। নিচে হুন্দাইয়ের কিছু কম্প্যাক্ট এসইউভি নিয়ে আলোচনা করা হলো:
হুন্দাই ইন্সটার ইভিহুন্ডাই ইন্সটার ইভি ভারতে বহুল প্রতীক্ষিত একটি কম্প্যাক্ট এসইউভি। এই ইলেকট্রিক এসইউভি টাটা পাঞ্চ ইভিকে টেক্কা দেবে। বিশ্ব বাজারে ইন্সটার ইভি দুটি ব্যাটারি প্যাকের সাথে পাওয়া যায় – স্ট্যান্ডার্ড ৪২ কিলোওয়াট এবং লং রেঞ্জ ৪৯ কিলোওয়াট। এগুলো একবার চার্জে ৩০০ কিমি এবং ৩৫৫ কিমি পর্যন্ত যেতে পারে। আশা করা যায়, ইন্ডিয়া-স্পেক মডেলেও একই ব্যাটারি অপশন থাকবে।
