শ্রীলঙ্কার কল্যাণে অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে এশিয়া কাপের
সুপার ফোরের টিকিট পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে
নিশ্চিত হয়েছে টি-টোয়েন্টি সংস্করণের আসরে লিটন দাসের দলের যাত্রা দীর্ঘ
হচ্ছে। এখনও গ্রুপপর্বের একটি ম্যাচ বাকি থাকলেও চূড়ান্ত হয়েছে সুপার ফোরের
সূচি।
এশিয়া কাপে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওমানের বিপক্ষে খেলবে ভারত। তবে
এই ম্যাচের ফল সুপার ফোরের সূচিতে কোনো প্রভাব ফেলবে না। গ্রুপ ‘এ’ থেকে
শীর্ষস্থানে থেকে সুপার ফোরে উঠবে ভারত। রানার্স আপ পাকিস্তান। আর গ্রুপ
‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। আর দুইয়ে থেকে
শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।
আগামী ২০ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার
মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে গ্রুপের ম্যাচে হেরেছিল
বাংলাদেশ।

লঙ্কা ম্যাচের পর কিছুটা বিশ্রাম পাবেন লিটনরা। পরের ম্যাচ ২৪
সেপ্টেম্বর, প্রতিপক্ষ টুর্নামেন্টের হট ফেবারিট ভারত। পরের দিনই ২৫
সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে
মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। সুপার ফোর পর্বে বাংলাদেশ সব ম্যাচ খেলবে
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সুপার ফোরে পাকিস্তান এবং
শ্রীলঙ্কার ম্যাচ বাদে বাকি সব ম্যাচ হবে দুবাইয়ে। ২৮ সেপ্টেম্বর
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচও মাঠে গড়াবে দুবাইয়েই।
এক নজরে সুপার ফোরের সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২০ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা দুবাই
২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান দুবাই
২৩ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা আবুধাবি
২৪ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত দুবাই
২৫ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান দুবাই
২৬ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা দুবাই


