টেসলার শেয়ারে বড় উত্থান হয়েছে। সোমবার আমেরিকার প্রিমার্কেট
ট্রেডিংয়ে কোম্পানির শেয়ারদর বেড়েছে প্রায় ৮%। এর পেছনে কারণ- খোদ সিইও ইলন
মাস্কের বিশাল বিনিয়োগ। রেগুলেটরি তথ্যে জানা গেছে, তিনি নিজের সংস্থার
শেয়ার কিনেছেন প্রায় ১০০ কোটি মার্কিন ডলারে। এর পরই লাফিয়ে বাড়ছে টেসলার
দাম।
এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, টেসলায় কর্তৃত্ব আরও শক্ত করতে শেয়ার
বাড়াচ্ছেন মাস্ক। গত ডিসেম্বর পর্যন্ত কোম্পানির ১৩% শেয়ার ছিল তার হাতে।
গত শুক্রবার ওপেন মার্কেটে ২.৫৭ মিলিয়ন শেয়ার কেনার কথা জানিয়েছেন মাস্ক।
এবার নতুন করে ২.৫৭ মিলিয়ন শেয়ার কিনেছেন তিনি, প্রতিটির দাম পড়েছে ৩৭২
থেকে ৩৯৬ ডলারের মধ্যে।
জানা গেছে, রোবোট্যাক্সি, অটোমেশন নিয়ে কাজের লক্ষ্য রয়েছে মাস্কের।
সংস্থাকে সেই রাস্তায় চালাতে টেসলার উপর কর্তৃত্ব বাড়াতে চান তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের মালিক নিজে শেয়ার
কিনলে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে, যা এবার টেসলার ক্ষেত্রেও ঘটেছে।
তবে চ্যালেঞ্জও আছে। যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি কেনায় কর ছাড় কমে
গেছে, বিক্রিও কমছে। বাড়ছে বৈদ্যুতিক গাড়ির প্রতিযোগিতা। এর সঙ্গে মাস্কের
রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা চলছে- কখনও ট্রাম্পের সমর্থন, আবার কখনও
ইউরোপে অতি-দক্ষিণপন্থীদের পাশে থাকা।
এ জাতীয় আরো খবর..