×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১১-১৫, সময় - ১০:০১:৪৩গাজীপুরের কালিয়াকৈরে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ )সকাল আটটায় উপজেলার নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজন হলেন অটোরিকশার চালক মো. ওবায়দুল (৩০)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের মধ্যে এক নারীর বয়স আনুমানিক ৫০ এবং পুরুষের বয়স আনুমানিক ৬০ বছর।
