×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১৮, সময় - ১০:৪০:২৬জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা মার্সিডিজ-বেঞ্জ তাদের জনপ্রিয় সিএলএ মডেলের নতুন সংস্করণ উন্মোচন করেছে; যা শুধু নতুন ডিজাইনের প্রতিশ্রুতি নিয়েই আসেনি, বরং প্রযুক্তিগত দিক থেকেও বড় লাফ দিয়েছে। মার্সিডিজ-বেঞ্জ সিএলএ-এর সম্পূর্ণ বৈদ্যুতিক (ইভি) এই গাড়ি ভক্তদের মনে উত্তেজনার ঝড় তুলেছে। এটি একবারের চার্জেই চলবে ৭৯২ কিলোমিটার পথ।
তবে যারা বৈদ্যুতিক গাড়ির পথে পুরোপুরি যেতে প্রস্তুত নন, তাদের জন্যও রয়েছে মাইল্ড-হাইব্রিড সিস্টেমের সাশ্রয়ী বিকল্প।
২০২৬ সালের মার্সিডিজ-বেঞ্জ সিএলএ-এর ডিজাইনে পুরনো মডেলের পরিচিত ঢালু ছাদের স্টাইল বজায় রাখা হয়েছে, গাড়িটির আকার বড় করা হয়েছে।
