×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৯-০২, সময় - ০৬:৫৬:৪০চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি আবারও আলোচনায়। তাদের প্রিমিয়াম সাব-ব্র্যান্ড ইয়াংওয়াং আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ির সর্বোচ্চ গতির নতুন রেকর্ড স্থাপন করেছে।
এর আগে ২০২৩ সালের আগস্টে এই গাড়ি ছুটেছিল ঘণ্টায় ৩৭৫ কিলোমিটার বেগে। একই বছরের অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ৩৯১ কিলোমিটার। এবারের রেকর্ড শুধু আগের গতি ছাড়িয়ে যায়নি, বরং চীনের উচ্চগতির ট্রেনের সর্বোচ্চ গতি (৩৫০ কিমি/ঘণ্টা)-কেও অনেকটা পেছনে ফেলেছে।
বিওয়াইডি জানিয়েছে, ইয়াংওয়াং ইউ৯-এ ব্যবহার করা হয়েছে তাদের নতুন প্রযুক্তি ই-৪ প্ল্যাটফর্ম। এর ফলে গাড়িটি শুধু দ্রুত নয়, বরং মোড় ঘোরানো কিংবা জরুরি ব্রেক করার সময়ও স্থিতিশীল থাকে। এতে যুক্ত আছে কার্বন ফাইবার বডি, হালকা কিন্তু শক্তিশালী গঠন এবং উন্নত ব্যাটারি সিস্টেম। যা উচ্চ ক্ষমতায় কাজ করেও নিরাপদ থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক গাড়ি সাধারণত পরিবেশবান্ধব ও অর্থনৈতিক ভ্রমণের জন্য পরিচিত। কিন্তু ইউ৯ দেখিয়ে দিল, ইভি শুধু সাশ্রয়ী নয়, বরং সুপারকারের মতো গতি অর্জন করাও সম্ভব। এর ফলে বৈদ্যুতিক গাড়ি বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হবে।
চীনের অটোমোবাইল শিল্পে বিওয়াইডি এখন সবচেয়ে আলোচিত নাম। তারা টেসলার পর বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বাজারে শীর্ষ অবস্থান দখল করেছে। ইউ৯-এর এই রেকর্ড হয়তো ভবিষ্যতে ইভি প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ আরও বাড়াবে।
