×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৬-২৭, সময় - ১১:৪১:২১

রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরা ও কাফরুল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, শনিবার গভীর রাতে আনুমানিক তিনটার দিকে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন পথচারীর উপর একটি ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গোলাম মোস্তফা আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে একই রাতে, কাফরুল থানাধীন বিজয় সরণি লিংকরোডে মাইক্রোবাসের সঙ্গে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল। তিনি জানান, ট্রিপল নাইন (৯৯৯) এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

এসআই বাদল আরও জানান, নিহত দুইজনের মাথায় কোনো হেলমেট ছিল না। তাদের পরনে ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।

দুই ঘটনাতেই নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...