×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০১-৩০, সময় - ০৯:০৩:০৮

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা করছে মোবাইল অপারেটর বাংলালিংকের উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ভিওন লিমিটেড‘।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যান তেরজিওগ্লু।

ক্যান তেরজিওগ্লু জানান, তাদের লক্ষ্য এমন সব বাজারে সেবা পৌঁছে দেওয়া যেখানে স্থলভিত্তিক নেটওয়ার্ক এখনও পৌঁছায়নি। বাংলাদেশ, পাকিস্তান, কাজাখস্তান এবং উজবেকিস্তানে স্যাটেলাইট–নির্ভর সংযোগ চালুর জন্য তারা কাজ করছেন।

ভিওনের প্রধান নির্বাহী আরও জানান, প্রাকৃতিক দুর্যোগ যেমন—বন্যা, জ্বালানি সংকট, বা যুদ্ধ পরিস্থিতিতে, স্থলভিত্তিক নেটওয়ার্কের সীমাবদ্ধতা দেখা দেয়। এ ধরনের পরিস্থিতিতে স্যাটেলাইট এবং স্থল উভয় প্রযুক্তির সমন্বয়ে কার্যকর নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সংযোগ দিতে করতে কাজ করছে। যদিও এই সেবা এখনো বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে সহজলভ্য নয়। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা স্টারলিংককে অনুমোদন দিয়েছে, যা টি–মোবাইলের সেলুলার নেটওয়ার্কের পরিপূরক হিসেবে কাজ করবে।

বাংলাদেশের বাংলালিংকের অধিকাংশ শেয়ারের মালিক ভিওন লিমিটেড।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...