×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-৩০, সময় - ০৮:৪৭:৫৪গুরুতর আহত আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন বহুল আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। শনিবার (৩১ আগস্ট) এক স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাক্ষাৎকার নেয়ার ইচ্ছে পোষণ করেন তিনি।
যেখানে জয় লিখেছেন, ‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছে। আপনি সুস্থ হয়ে ওঠেন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’
জয়ের এই পোস্ট নুরের দলের সমর্থকদের মাঝে বিতর্কের সৃষ্টি করেছে। কেউ লিখেছেন, ‘এই সময়ে ইন্টারভিউয়ের চাইতে দোয়া দরকার নুর ভাইয়ের জন্য।’ কারো মন্তব্য, ‘আপনার লেখা দেখে মনে হচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে আসলেই।’ আবার কারো মতে, ‘সবসময় আলোচনায় থাকতেই এসব পোস্ট দেন জয়।’
