×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-০৮, সময় - ১১:৫৭:০৬শেখ হাসিনা সরকারের পতনের পর অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা সরকারবিরোধী নানা গুজবে বিভ্রান্ত হচ্ছেন। এমনকি সিডনিতে অবস্থিত বাংলাদেশ কনসুলেট নিয়েও গুজব ছড়াচ্ছে একটি মহল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা।
সম্প্রতি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে গুজব ছড়ানোর অভিযোগ ওঠে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক আবুল সরকারের বিরুদ্ধে। তিনি বাঙালি কমিউনিটির মধ্যে পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গত কারণেই কমিউনিটির অনেকেই তার ছড়ানো গুজবে কান দিয়েছেন।
আবুল সরকার ফেসবুকে লিখেছেন, তিনি সিডনিতে বাংলাদেশ কনসুলেট অফিসে গিয়েছিলেন। সেখানে জাহাঙ্গীর আলম নামের এক প্রবাসী তাকে জানিয়েছেন, দূতাবাসের সেবার জন্য নির্দিষ্ট ফি ব্যাংকে ট্রান্সফার করলে সেটি চলে যায় পাকিস্তান কনসুলেট অফিস, সিডনির অ্যাকাউন্টে। সেই রসিদটি আবুল সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তার শেয়ার করা রসিদটি অস্ট্রেলিয়া শাখা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাসহ অন্তর্বর্তী সরকারের সমালোচকদের অনেকেই শেয়ার করছেন।
