২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪১

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মোট ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় এ রোগী শনাক্ত হয়েছেন। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫৪৪ জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৪৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৪৩টি। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১৫টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ১ হাজার ৫৪১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৯২ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২২ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৪ জনে।

তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৪৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.