এক সপ্তাহে হিট স্ট্রোকে ১০ জন মারা গেছেন

গত এক সপ্তাহে দেশে হিট স্ট্রোকে ১০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে সোমবারই মারা গেছেন তিনজন। মঙ্গলবার অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

অধিদপ্তর জানিয়েছে, সোমবার হিট স্ট্রোকে মারা যাওয়া তিনজনই পুরুষ।

এ ছাড়া হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আরো পাঁচজন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। গত ২২ এপ্রিল থেকে কন্ট্রোলরুম মনিটরিং করে সারা দেশ থেকে এই তথ্য সংগ্রহ করেন বলে একজন কর্মকর্তা জানান।

কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, হিট স্ট্রোকে সোমবার মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে মাদারীপুর জেলায়। আরেকজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম জেলায়।

সোমবার পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে, এ পর্যন্ত সারা দেশে হিট স্ট্রোকে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। মারা যাওয়া ১০ জনের মধ্যে দুজন মাদারীপুরের। এ ছাড়া চুয়াডাঙ্গা, খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় একজন করে মারা গেছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.