পুতিন মিথ্যাবাদী, চোর ও খুনি: রাশিয়ার বিরোধী নেতা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার (০৭ মে) দেশটির প্রেসিডেন্ট হিসেবে তার পঞ্চম মেয়াদের জন্য শপথ নিয়েছেন। এ মেয়াদে তিনি ক্ষমতায় থাকবেন ২০৩০ সাল পর্যন্ত।

ক্রেমলিনে এক উদ্বোধনী অনুষ্ঠানে শপথ নিয়ে পুতিন ইউক্রেনে রুশ সৈন্যদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, “আমরা ঐক্যবদ্ধ এবং মহান জাতি। একসাথে আমরা সমস্ত বাধা অতিক্রম করব. নিশ্চিত করব যে, আমরা যা কল্পনা করেছি তা বাস্তবে পরিণত হবে। একসাথে আমরা জয়ী হব।”

এদিকে, রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির বিধবা স্ত্রী, বর্তমান বিরোধী নেতা ইউলিয়া নাভালনায়া অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউকে যেখানে তিনি পুতিনকে “মিথ্যাবাদী, চোর এবং খুনি” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, পুতিনের শাসনামলের ভিত্তি হলো মিথ্যা এবং দুর্নীতি।

ওদিকে, এনএইচকে ওয়ার্ল্ড জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বার্তায় ইউলিয়া নাভালনায়া বলেছেন, “আমাদের দেশ বর্তমানে একজন মিথ্যাবাদী, একজন চোর এবং একজন খুনি দ্বারা পরিচালিত হচ্ছে, তবে এর শেষ হবে। হাল ছাড়বেন না। সত্যের জয় হবে।”

You might also like

Leave A Reply

Your email address will not be published.