ঈদে চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটেনি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ঈদে চিকিৎসাসেবায় কোনো ব্যাঘাত ঘটেনি। ঈদের সময় ডাক্তার-নার্সদের থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা করা হয়েছিল, যার ফলে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে।

শনিবার (১৩ এপ্রিল) সকালে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‌‘আমি অঙ্গীকার করেছিলাম, ঈদের ছুটিতে স্বাস্থ্য ব্যবস্থার তদারকি আমি নিজে করবো। সেজন্য আমি আজ এখানে এসেছি। এই তদারকি চলমান থাকবে।’

দেশের ডেঙ্গু রোগী বৃদ্ধির পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হলো—ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎসা করা। চিকিৎসায় যাতে ব্যত্যয় না ঘটে, তার জন্য আমি মিটিং করেছি। সচিবরাও সবাইকে নিয়ে মিটিং করছেন। তাছাড়া ডেঙ্গু রোগীকে সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করাতে হবে। বর্তমানে দেশের সব ডাক্তাররা ডেঙ্গু রোগের চিকিৎসা সম্পর্কে অভিজ্ঞ। কাজেই সঠিক সময়ে রোগীরা হাসপাতালে ভর্তি হলে, চিকিৎসায় কোনো সমস্যা হবে না।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু রোগের বেস্ট চিকিৎসা হচ্ছে প্রিভেনশন। আমরা আগে এর প্রতিরোধ করি। আমরা সচেতন হয়ে যদি নিজেদের বাড়ি-ঘর পরিচ্ছন্ন করে রাখি, তাহলে এই ডেঙ্গু মশার উপদ্রব থেকে আমরা রক্ষা পাবো। আমি স্পষ্ট করে বলতে পারি, ডেঙ্গু রোগে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না।’

স্বাস্থ্যমন্ত্রীর এই হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.