মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

করোনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তারা। এক দিনের হিসাবে এটি এ যাবৎকালের সর্বোচ্চ।

৩০ জনের ১৬ জন মারা গেছে করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ১৪ জন।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন আজ শুক্রবার (৬ আগস্ট) সকালে এসব তথ্য জানিয়েছেন।

ডা. মহিউদ্দিন খান মুন আরো জানান, গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৬ আগস্ট)  সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া  করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭ জন।

ডা. মহিউদ্দিন বলেন, হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীর চাপ ব্যাপক বেড়েছে। দেখা দিয়েছে শয্যাসংকট। মেঝেতেও ঠাঁই হচ্ছে না রোগীদের। হাসপাতালের আইসিইউতে ২৩ জনসহ মোট ৫২৫ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ফাঁকা নেই আইসিইউ।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ১৭১১টি নমুনা পরীক্ষা করে নতুন ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩.৫ শতাংশ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.