চীনে মহাসড়ক ধস: নিহতের সংখ্যা বেড়ে ৩৬

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে মহাসড়ক ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এর আগে গুয়াংডং প্রদেশে মহাসড়কের অংশ ধসে গিয়ে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য কর্তৃপক্ষ প্রায় ৫০০ লোককে ঘটনাস্থলে পাঠিয়েছে। গুয়াংডংয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে ফলে বন্যা দেখা দিয়েছে। এ বছর আঘাত হানা ঝড়গুলো বেশ মারাত্বক ছিল। বন্যায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এক লাখের বেশি মানুষকে বিভিন্ন প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া গত সপ্তাহে গুয়াংজু শহরের মেগাসিটিতে টর্নেডোর আঘাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে প্রবল বৃষ্টির কারণে মেইঝু শহর ও ডাবু কাউন্টির মধ্যবর্তী এস-১২ মহাসড়কের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) অংশ ধসে পড়ে। মহাসড়ক ধসে পড়ায় যানবাহনগুলো নিচের খাড়া ঢালে পড়ে যায়।

এদিকে সিনহুয়া জানিয়েছে, মহাসড়ক ধসে ২০টিরও বেশি যানবাহনসহ ৫৪ জন আটকা পড়েছে।
সিনহুয়া আরো জানিয়েছে, ‘ আজ(বৃহস্পতিবার) সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত… ৩৬ জন মারা গেছেন এবং ৩০ জন আহত হয়েছেন।’ মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা পড়া রাস্তার নিচে থেকে যানবাগনগুলো উদ্ধারের চেস্টা করছে।

সূত্র: এএফপি

You might also like

Leave A Reply

Your email address will not be published.