তিন বছরে ১৩৯ জন রক্তদাতার এইডস শনাক্ত

দেশে গেল তিন বছরে বিভাগ ও জেলার সরকারি হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে (ব্লাডব্যাংক) ২৩ লাখ ৭৫ হাজার ৬৩৭ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এ সময় ১৩৯ জনের দেহে প্রাণঘাতী এইচআইভি-এইডস ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সেফ ব্লাড ট্রান্সফিউশন প্রোগ্রাম সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।

এমন পরিস্থিতিতে রক্তদান ও গ্রহণে জনসচেতনতা তৈরিতে সারা বিশ্বের মতো দেশেও পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস-২০২২। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসটির স্লোগান নির্ধারণ করেছে-‘ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অব সোলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেভ লাইভ’ অর্থাৎ ‘রক্তদান একটি সম্মিলিত প্রয়াস, এই প্রয়াসে সংযুক্ত হোন, রক্তদান করুন এবং জীবন বাঁচান।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.