ঢাকা টেস্টেও থাকছেন না সাকিব

শঙ্কাই সত্যি হলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ঢাকা টেস্টে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত জৈব সুরক্ষা বলয় ছেড়ে যাবেন সাকিব। তবে বিসিবির মেডিক্যাল দলের পর্যবেক্ষণেই থাকবেন বাংলাদেশের বিশ্বসেরা এ অলরাউন্ডার।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বোলিং করতে গিয়ে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর মাঠেই নামেননি তিনি। সাকিবহীন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই টেস্টে জয়ের আশা জাগিয়ে হেরে যায় নাটকীয়ভাবে। চোটে পড়ার পর থেকেই বিসিবির মেডিক্যাল দলের তত্ত্বাবধানে আছেন সাকিব।

শুরুতে তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিলেন দলের ফিজিও-চিকিৎসকেরা। সেটা শেষ হওয়ার পর আবার তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করার পরই নিশ্চিত হয় সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টা।

আগামী ১১ই ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজ বাঁচাতে এ ম্যাচে টাইগারদের জয়ের বিকল্প নেই।দ্বিতীয় টেস্টে সাকিবের জায়গায় দলে আর কাউকে নেয়া হবে কি না সে বিষয়ে কিছু জানায়নি বিসিবি। চট্টগ্রাম টেস্টে ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৬ ওভার বল করেন সাকিব। পরে আর মাঠে নামতে পারেননি তিনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.