×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-১৪, সময় - ০৬:২৬:৩৩ডারউইনে অনুষ্ঠিত টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) কাছে ৭৯ রানে হেরে আসর শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। ২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল, ম্যাচ শেষ হয় ১৯ বল বাকি থাকতেই।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে হতাশ করেন মোহাম্মদ নাঈম শেখ। প্রথম ওভারেই বোল্ড হয়ে গেলে দলের ওপর চাপ বেড়ে যায়। তবে দ্বিতীয় উইকেটে ঝড় তোলেন জিসান আলম ও সাইফ হাসান। মাত্র ৩৮ বলে ৮৬ রানের ঝোড়ো জুটি গড়ে দেন তারা। ৪ ওভারে জুটিতে ৫০ রান পার করে বাংলাদেশ, পাওয়ার প্লের শেষে যোগ হয় ৭৪ রান।
অষ্টম ওভারে জিসান ১৭ বলে ৩৩ রান করে আউট হলে, সাইফ হাসান ৩২ বলে ৫৭ রান করে দলের আশা জাগিয়ে রাখেন। কিন্তু পরবর্তী ব্যাটসম্যানরা পারলেন না কিছু করতে। সোহান ১৬ বলে ২২ রানের ইনিংস ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ৮ রানে ৫ উইকেট হারিয়ে দেড়শর আগেই গুটিয়ে যায় বাংলাদেশ।
পাকিস্তানের পক্ষে বল হাতে সফল ছিলেন ফয়সাল আকরাম ও সাদ মাসুদ, যারা ৩টি করে উইকেট নেন।
