×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৫-১৭, সময় - ১১:২৩:২০মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। শনিবার (১৭মে) ইশরাক হোসেনের সমর্থকরা একই দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন থেকে তালা ঝুলিয়ে দেন। এতে নগর ভবনের দক্ষিণ সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদের অংশ হিসেবে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভে অংশ নেওয়া তার সমর্থক ও অনুসারীরা এই পদক্ষেপ নিয়েছেন।
বিক্ষোভকারীদের কয়েকজন গণমাধ্যমকে বলেন, তারা নগর ভবনে মোট ৬৫টি তালা লাগিয়েছেন।
বেলা দেড়টার দিকে নগর ভবনের সামনে আগামীকালের কর্মসূচি ঘোষণা দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা। এ সময় অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান বলেন, আগামীকাল রবিবারও (১৮ মে) বিক্ষোভ কর্মসূচি পালন করবে ‘ঢাকাবাসী’।
তবে বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, কর্মসূচি পালনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবারও (১৫ মে) নগর ভবনের প্রধান দুই ফটকে তালা মারলেও শনিবার সকালেই নগর ভবনে ঢোকার সব কয়টি ফটক আর সিড়িতে তালা ঝোলানো হয়। বন্ধ করা হয় ভবনে উঠানামার সব কয়টি লিফট।
ডিএসসিসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ‘বৃহস্পতিবার থেকেই নগর ভবনের কার্যক্রম মূলত বন্ধ। এ ভবনে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরাও ভবনে ঢুকতে পারছেন না। তাদের আনা-নেওয়ার জন্য গাড়িও করপোরেশন থেকে বের হতে পারছে না। এই দুই দিন ভবনের ফটক থেকে ফিরে যেতে হচ্ছে। শুধু আঞ্চলিক অফিসের কার্যক্রম আর নগর ভবনের বাইরের কার্যক্রম চলছে।’
