×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-৩১, সময় - ০৪:২৭:৪১প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আসছে। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত কিছু বিষয়বস্তু বাদ দেওয়া।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সূত্র মতে, পঞ্চম থেকে নবম শ্রেণির বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়ে ছাত্র আন্দোলন সম্পর্কিত বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে।
ষষ্ঠ থেকে নবম শ্রেণির ইংরেজি পাঠ্যবই থেকে শেখ মুজিবুর রহমান সম্পর্কিত ছয়টি গদ্য ও প্রবন্ধ বাদ দেওয়া হবে এবং জুলাই আন্দোলনের ওপর চারটি লেখা যুক্ত হয়েছে।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাংলা পাঠ্যবই থেকে শেখ মুজিবুর রহমান সম্পর্কিত তিনটি গদ্য ও কবিতা বাদ দেওয়া হতে পারে এবং জুলাই আন্দোলনের চারটি লেখা যুক্ত হয়েছে।
ষষ্ঠ শ্রেণির বাংলা পাঠ্যবই থেকে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তিতুমীর সম্পর্কিত একটি করে বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে।
এ ছাড়া, সেলিনা হোসেনের পাঁচটি, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের দুটি, সৈয়দ শামসুল হকের একটি, রোকনুজ্জামান খানের একটি, নির্মলেন্দু গুণের একটি এবং সাবেক আমলা কামাল চৌধুরীর একটি লেখা পাঠ্যবই থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত অতিরঞ্জিত বিষয়বস্তু পাঠ্যবই থেকে সরানো হচ্ছে। এক নেতা, এক দেশ—বিষয়টি এমন নয়। এখানে শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী, জিয়াউর রহমানসহ অন্যান্য নেতারাও ছিলেন। তাদের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই।’
তিনি জানান, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণসহ শেখ মুজিবুর রহমান সম্পর্কিত বেশকিছু বিষয়বস্তু এখনো অনেক পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত রয়েছে।
মাওলানা ভাসানী সম্পর্কিত বিষয়বস্তু সরানো প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি পাঠ্যবই থেকে সরানো হতে পারে, তবে অন্য একটি বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে রোকেয়া সাখাওয়াত হোসেনের ওপর একটি লেখা সরানোর বিষয়ে তিনি বলেন, ‘তার ওপর একটি লেখা অন্য একটি পাঠ্যবইয়ে আছে।’
ইংরেজি পাঠ্যবইয়ের পরিবর্তন: ষষ্ঠ শ্রেণির ইংরেজি পাঠ্যবই থেকে শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে দুটি লেখা ‘সন অব দ্যা সয়েল’ ও ‘মুজিব ইন স্কুল ডেজ’ বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া, কবিতা ‘দ্য ম্যাজিক ই’ও সরিয়ে ফেলা হয়েছে।
এই বইয়ে বিজয় দিবসের ওপর নতুন গদ্য ‘আওয়ার প্রাইড’ এবং পদ্য ‘দ্য ক্যাওস’ অন্তর্ভুক্ত করা হয়েছে।
সপ্তম শ্রেণির ইংরেজি পাঠ্যবই থেকে ‘বঙ্গবন্ধুস লাভ ফর স্পোর্টস’ ও ‘বন্ধুবন্ধুস রেসপন্স টু ন্যাচারাল ক্যালামিটিস’ শিরোনামের দুটি লেখা বাদ দেওয়া হয়েছে।
একই বই থেকে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জীবনীভিত্তিক ‘বঙ্গমাতা: আওয়ার সোর্স অব ইন্সপিরেশন’ লেখাটি বাদ দেওয়া হবে এবং ছাত্র আন্দোলনের ওপর দুটি লেখা ‘অ্যা নিউ জেনারেশন’ ও আওয়ার উইনারস ইন গ্লোবাল এরিনা’ অন্তর্ভুক্ত করা হয়েছে।
