×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৩-০৬-১২, সময় - ০৯:৩৫:৩৪

রাশিয়ার দখল করে নেওয়া দোনেস্ক অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়ে তিনটি গ্রাম পুনরায় নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দোনেস্ক অঞ্চলের ব্লাহোদাতনে ও নেস্কুচনে এলাকায় ইউক্রেনের সৈন্যদের উল্লাস করতে দেখা গেছে।

এই দুটি গ্রামের পাশাপাশি মাকারিভকা গ্রামটিও ইউক্রেনের সেনারা পুনরায় নিজেদের দখলে নিয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী।

তিনটি গ্রাম পুনরায় নিজেদের দখলে নেওয়ার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর পর প্রথম বিজয় অর্জিত হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন।

এ বিষয়ে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। এ ছাড়া দোনেস্ক অঞ্চলের তিনটি গ্রাম পুনরায় ইউক্রেনের দখলে যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেনি তারা।

এর আগে কিয়েভ সফরে যাওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের পর শনিবার যৌথ বিবৃতি দিতে এসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন, রাশিয়ার বিরুদ্ধে তাদের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে।

অবশ্য জেলেনস্কি নিশ্চিত করার আগে থেকেই রাশিয়া দাবি করে আসছিল, ইউক্রেন তাদের পাল্টা আক্রমণ শুরু করেছে, তবে রুশ সেনারা তাদের প্রতিহত করেছে এবং ইউক্রেনের আক্রমণগুলো ব্যর্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...