×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২১-১২-১৯, সময় - ০৫:১৩:২৯সম্প্রতি হারিয়ানা রাজ্যের গুরগাওঁয়ের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন সৌরভ গাঙ্গুলী। তখন তাকে প্রশ্ন করা হয়, জীবনে এত চাপ বা স্ট্রেস কীভাবে সামলান, এটার উপায় কী? জবাবে রসিকতা করে তিনি বলেন, ‘জীবনে কোনো কিছুই চাপ নয়। চাপ তো কেবল বউ আর গার্লফ্রেন্ডই দেয়!’
