×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-০১-২৭, সময় - ০৪:৩৫:০৮বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি যোগ দিলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
লিটন কুমার সাহা বলেন, বিএনপির প্রোগ্রাম রয়েছে, সেখানে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি আসলে তাদের গ্রেপ্তারে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রোগ্রামে কোনো আসামি এসেছে কিন্তু আমরা ধরিনি, এমন নয়।
ওয়ারেন্টভুক্ত আসামিদের আমরা গ্রেপ্তার করছি। তাদের ওপর গোয়েন্দা নজরদারি চলছে।
