×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৫-৩১, সময় - ১২:১৬:১৪

ঈদুল আজহার দীর্ঘ ছুটি বিবেচনা করে মে মাসের ভ্যাট রিটার্ন দাখিলের মেয়াদ ১৯ জুন পর্যন্ত বাড়িয়েছে এনবিআর। বৃহস্পতিবার (২৯ মে) এনবিআর এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে কেনাবেচার যাবতীয় তথ্য দিয়ে ভ্যাট রিটার্ন দিতে হয়। কিন্তু ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

 

 

উল্লেখ্য, এনবিআরের হিসাব অনুসারে, বর্তমানে প্রায় ৫ লাখ ৮ হাজার ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান আছে। এর মধ্যে প্রতি মাসে প্রায় চার লাখ প্রতিষ্ঠান রিটার্ন দেয়। এর মধ্যে তিন লাখের বেশি অনলাইনে রিটার্ন জমা পড়ে।

এনবিআর সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের সুবিধার্থে ও সময়মতো রিটার্ন জমা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআর আশা করছে, সময়সীমা বাড়ানোর ফলে ভ্যাট রিটার্ন দাখিলের হার আরও বাড়বে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই রিটার্ন জমা দিতে অনুরোধ করা হচ্ছে, যাতে পরে কোনও জরিমানা বা জটিলতার সম্মুখীন না হতে হয়।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...