×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৫-৩১, সময় - ১১:৩৯:১০

গাদ্দাফি স্টেডিয়ামে আজ শুক্রবার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লিটন দাসদের সামনে। কারণ প্রথম ম্যাচে ৩৭ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে টাইগাররা।

এই সফরের আগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল প্রবল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পরই দলের নজর ছিল পাকিস্তান মিশনে। কিন্তু লাহোরে প্রথম ম্যাচে কোনো বিভাগেই ঠিকভাবে খেলার ছাপ রাখতে পারেনি বাংলাদেশ।

 

অধিনায়ক লিটন দাসের মতে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-সবখানেই ঘাটতি ছিল। বলছিলেন, ‘আমরা ভালো বোলিং করতে পারিনি। ভালো ব্যাটিং করতে পারিনি। ভালো ফিল্ডিং করতেও পারিনি।’

দ্বিতীয় ম্যাচের আগে একদিনের বিরতি পেলেও, সেটি মাঠে নয়-হোটেলেই কেটেছে। তাই প্রস্তুতির দিক থেকেও পিছিয়ে থেকেই আজ মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তান প্রথম ম্যাচে মাত্র ২ উইকেটে ২০১ রান তোলে। জবাবে বাংলাদেশ দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় এবং শেষ পর্যন্ত ১৯.২ ওভারে গুটিয়ে যায় ১৬৪ রানে।

দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন, ভুল থেকে শিক্ষা নেওয়াই এখন মূল লক্ষ্য, ‘টি-টোয়েন্টিতে ইনটেন্ট অনেক জরুরি। পাকিস্তানের ইনটেন্ট ভালো ছিল, এ জন্য তারা সফল। তবে আমাদের ব্যাটারদেরও বড় স্কোর করার সামর্থ্য আছে।’

পরিসংখ্যানে বাংলাদেশ-পাকিস্তান দ্বৈরথও রুঢ় বাস্তবতা দেখায়। এখন পর্যন্ত ২০ টি-টোয়েন্টির মধ্যে মাত্র ৩টিতে জিতেছে বাংলাদেশ। দল আজ একটি পরিবর্তন আনতে পারে। সহ-অধিনায়ক মাহেদী হাসানের জায়গায় খেলতে পারেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে স্কোয়াডে না থাকলেও পরে তাকে যুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...