×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২২-১০-১০, সময় - ১১:২৩:০২

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে পারেননি শুভমান গিল। জানা যায়, আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটিও খেলা হবে না তার। এজন্য গিলকে চেন্নাইয়ে রেখে দিল্লি গেছেন বিরাট কোহলিরা। আজ ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ডেঙ্গু আক্রান্ত গিলকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গিলের প্লেটলেট কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে, যদিও ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। বিসিসিআই চিকিৎসক রিজ়ওয়ান খান গিল দেখছেন।

হাসপাতালে ভর্তি হওয়ায় আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে গিলের খেলা নিয়েও অনিশ্চিত তৈরি হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম তার অন্যতম পছন্দের মাঠ।

আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে এই মাঠেই খেলেন গিল। অনেক রানও করেছেন এই মাঠে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...