×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৫-৩১, সময় - ১১:০৯:৪৬

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচে এক অপ্রীতিকর ঘটনার পর শাস্তি পেয়েছেন দুই দলের মোট তিন ক্রিকেটার। বুধবার, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘটে যাওয়া এই ঘটনায় সবচেয়ে আলোচনায় ছিলেন প্রোটিয়া স্পিনার ইনোসেন্ট এনতুলি। বাংলাদেশের পেসার রিপন মন্ডলের হেলমেট টেনে ধরায় তাকে দেওয়া হয়েছে চারটি সাসপেনশন পয়েন্ট।

ম্যাচ রেফারি সেলিম শাহেদ গণমাধ্যমকে নিশ্চিত করেন, 'ইনোসেন্ট এনতুলিকে চারটি সাসপেনশন পয়েন্ট দিয়েছি। তার আরেক সতীর্থ মিকায়েল প্রিন্স পেয়েছে এক পয়েন্ট। বাজে শব্দ ব্যবহারের কারণে বাংলাদেশের রিপন মন্ডলকে দেওয়া হয়েছে দুটি পয়েন্ট।'

 

 

তবে এখানেই শেষ নয়। দুই দেশের ক্রিকেট বোর্ড চাইলে আলাদা তদন্ত করে আরও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন ম্যাচ রেফারি, 'আমরা সাসপেনশন পয়েন্ট দিয়ে দিয়েছি, এখন দুই বোর্ড তাদের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তারা প্রমাণ পেয়েছে, এখন ওটা ওয়ানডে-টেস্ট-টি-টোয়েন্টিতে কিভাবে প্রযোজ্য হবে সেটা তাদের বিষয়।'

ঘটনার শুরু ইনিংসের ১০৫তম ওভারে। এনতুলির বলেই ছক্কা হাঁকিয়েছিলেন রিপন। সেই এক ছক্কা হজম করেই মেজাজ হারান প্রোটিয়া স্পিনার। এরপর বাংলাদেশি ব্যাটারদের দিকে এগিয়ে এসে মুখে মুখে তর্কে জড়ান। একপর্যায়ে রিপনকে ধাক্কা দিয়ে তার হেলমেট ধরে টানাটানি করেন। আম্পায়ারের হস্তক্ষেপেও থামেননি তিনি, বরং রিপনের দিকে আঙুল উঁচিয়ে ক্রমাগত কিছু বলে যান।

এই উত্তেজনার মধ্যেও মেজাজ ধরে রাখেন রিপন, যদিও তাকেও বাজে শব্দ ব্যবহারের কারণে শাস্তি পেতে হয়েছে। পরবর্তীতে দুজনকে আলাদা করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...