×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২২-১০-০৪, সময় - ১১:০৯:২৬বন্ধুত্বের বন্ধন তাঁরা ছিন্ন করেছেন বহু আগে। মাঠের পেশাদারির বাইরে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে এক ফ্রেমে দেখা যায় না বহুদিন। সর্বশেষ বিশ্বকাপ দল ঘোষণার সময় বরং দুজনের সম্পর্কের অবনতির চরম মাত্রা দেখা গেছে।
তবে মাঠের মতো বিপণনের বাজারে তাঁরা জুটি বেঁধেছেন।
বিশ্বকাপকে সামনে রেখে নগদের বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে সাকিব ও তামিমকে। এই ছবি দেখে কে বলবে, দুজনের সম্পর্ক এখন তলানিতে!
