×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৩-০৩-০৬, সময় - ১০:৪৯:৩৯

ভারতের হায়দরাবাদে সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। নাগ আশ্বিন পরিচালিত সিনেমা ‘প্রজেক্ট কে’র অ্যাকশন দৃশ্যে কাজ করতে গিয়ে আহত হন অমিতাভ।

পাঁজরে আঘাত পেয়ে শুটিং সেট ত্যাগ করেন বিগ বি। হায়দরাবাদের এআইজি হাসপাতালে চিকিৎসককে দেখানো হলে তাঁর সিটি স্ক্যান করানো হয়। এরপর তিনি বাড়ি ফিরে যান।

ব্লগ পোস্টে অমিতাভ নিজেই বলেছেন, ‘হায়দরাবাদে প্রজেক্ট কে সিনেমার শুটিংয়ের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়কালে আহত হয়েছি। ডান পাঁজরে আঘাত পেয়েছি, শুটিং বাতিল করেছি, চিকিৎসককে দেখিয়েছি, সিটি স্ক্যান করা হয়েছে। স্ট্র্যাপিং করা হয়েছে, হ্যাঁ… হাঁটতে ও নিশ্বাস নেওয়ার সময় বেশ ব্যথা অনুভূত হচ্ছে। কয়েক সপ্তাহ পর ঠিক হয়ে যাবে বলেছেন (চিকিৎসক)।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...